
আইপিএলে কত টাকা পান ধারাভাষ্যকাররা
তাঁদের কণ্ঠে ক্রিকেট রং পায়, উত্তেজনায় বুঁদ হয় দর্শক। ক্রিকেটাররা মাঠে খেলেন, ব্যাট-বল হাতে লেখেন রোমাঞ্চকর সব গল্প। আর সেই গল্পগুলো প্রাণ পায় ধারাভাষ্যকারদের কণ্ঠে। মাইক হাতে যিনি যত ভালো সেই গল্প বলতে পারেন, ধারাভাষ্যকার হিসেবে তিনি তত জনপ্রিয়। আর জনপ্রিয়তা বেশি মানে সেই ধারাভাষ্যকারের চাহিদাও বেশি, ফলে তাঁকে সম্প্রচারকদেরও দিতে হয় অনেক অনেক টাকা।…